ওয়েবসাইটের জন্য দরকারি ১৭ টি ফ্রি রিসোর্স (Website needed 17 free resources)

আজকে আমি ১৭ টা ফ্রি+পেইড রিসোর্স নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ওয়েবসাইটের জন্য দরকারি।


webmaster tool দিয়ে সাইটে অর্গানিক ভিউ অর্থাৎ সার্চ ইঞ্জিন ভিউ বাড়াতে পারেন। এটি ফ্রি টুল।


Google keyword planner

Google keyword Planner গুগলের কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুল। এর মাধ্যমে কোন কিওয়ার্ড এসসিওর জন্য ভালো হবে বা কোনটা পিপিসি কত দেখতে পারবেন।


Google Trends

Google Trend ফ্রি টুল ব্যবহার করে জানতে পারবেন কোন টপিক গুগলে টেন্ড করছে। কোন কিওয়ার্ড বেশি সার্চ দেওয়া হচ্ছে।


Ubersuggest

Ubersuggest ও কিওয়ার্ড রিসার্চ টুল। এটি টাকা দিয়ে ব্যবহার করতে হয় তবে ফ্রি ভার্সন ও চাইলে ব্যবহার করতে পারেন।



Wikigrabber

wikigrabber আপনাকে Wikipedia তে backlink তৈরি করতে সাহায্য করবে। এটি ব্যবহার করে রিসার্চ করতে পারেন Wikipedia কোন পেইজ তৈরি করতে হবে। এছাড়াও dead link গুলো ও খুজে বের করতে পারবেন।



Mailcamp

Mailcamp ইমেইল মার্কেটিং এর জন্য সেরা টুল। এটিতে দিনে ২০০০ হাজারের মতো ইমেইল পাঠাতে পারবেন।



Moz seotool

Moz seotool এসসিও রিসার্চ এর জন্য অপরিহার্য। এটি ব্যবহার করে আপনার প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট গুলোর গোপন জিনিস গুলো জানতে পারেন। কোন কিওয়ার্ড দিয়ে গুগলে র‍্যাঙ্ক করতে পারেন ইত্যাদি নিয়ে রিসার্চ করতে পারেন।



Optinmoster

Optinmoster ব্যবহার করে ওয়েবসাইটের ভিউয়ারদের সাবসক্রাইবারের কনভার্ট করতে পারেন।



Answer the Public

Answer the public মাধ্যমে কোন কোন প্রশ্ন মানুষ বেশি সার্চ করা হচ্ছে করছে সেটা জানতে পারবেন। এটির বিশেষ গুণ হল এটির মাধ্যমে নতুন নতুন টপিকে ব্লগ লেখার টপিক ও পেতে পারেন।



Keyword surfer

keyword surfer একটি ক্রোম এক্সটেনশন। কিওয়ার্ডের বিশ্বের মাসিক সার্চ ভলিউম, সিমিলার কিওয়ার্ড রিলেটেড টার্মস ইত্যাদি অনেক কিছুই এটি ব্যবহার করে দেখতে পারেন।



SERPsim

SERPsim টুলের মাধ্যমে আপনার ওয়েবপেজ গুগল সার্চ এ কেমন দেখাবে তা দেখতে পারবেন।
এছাড়াও টাইটালে মেটা ট্যাগে ইউআরএল এ সমস্যা থাকলে খুঁজে বের করবে।



Cloudflare

Cloudflare র মাধ্যমে আপনার সাইটের স্পিড বৃদ্ধি করার পাশাপাশি আপনার সাইটকে ম্যালিসিআস অ্যাটাক থেকে রক্ষা করবে। এগুলো ছাড়াও এর দিয়ে ফ্রি এসএসএল সার্টিফিকেট নিতে পারবেন।



GTMetrix

এই টুল দিয়ে আপনার ওয়েবপেইজের লোডিং স্পিড টেস্ট করতে পারবেন।



Google's Mobile-Friendly Test

আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি নাকি চেক করতে পারবেন।



HelloBar

HelloBar দিয়ে ভিউয়ারদের সাবসক্রাইবারে কনভার্ট করতে পারবেন।



Siteliner

Siteliner দিয়ে ফ্রিতে plagiarism চেক করতে পারবেন।



Woorank

Woorank দিয়ে ওয়েবসাইটের এসসিও চেক করতে পারেন। এছাড়াও এসসিওতে সমস্যা থাকলে খুঁজে বের করে সমাধান করতে সাহায্য করবে।



Post a Comment

0 Comments